ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমকে বন্দরে শারীরিক নির্যাতন এবং তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
১৭ ফেব্র্রয়ারী সোমবার বেলা ১১টার দিকে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার জামাতা হারুন অর রশিদ হিরন বাদী হয়ে ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোনারগাঁ পৌরসভাধীন বালুয়াদিঘিরপাড় এলাকার বাসিন্দা মো. আব্দুর রাহিম সোনারগাঁ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত সোমবার সকালে টিপুরদী এলাকা থেকে সিএনজিতে করে বন্দর থানাধীন মদনপুর আল বারাকাহ হাসপাতাল যাচ্ছিলেন।
সিএনজিটি মদনপুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর, ৪ জন অজ্ঞাত দুষ্কৃতিকারী যাত্রী সেজে সিএনজিতে উঠে। পরে তারা সিএনজির ভেতরেই তাকে চেতনানাশক ঔষধ দিয়ে অচেতন করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অমানবিক নির্যাতন করে তার কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়।
এছাড়া, দুষ্কৃতিকারীরা আব্দুল রাহিমকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নির্যাতনের পর, তাকে কেওঢালা মেগা সিটি ফিলিং স্টেশনের বিপরীতে একটি ফ্যাক্টরির পেছনে মারধর করে নীলাফুলা জখম অবস্থায় ঝোপঝাড়ে ফেলে রাখে। সেখানে তাকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বলার চেষ্টা করা হয় এবং তার ভিডিও ধারণ করা হয়।
বিকালে, ফ্যাক্টরি কর্মকর্তারা কারখানা পরিদর্শনে আসার পর, আব্দুর রাহিমের চিৎকারে তারা তাকে উদ্ধার করে। পরে ধামগড় ফাড়ির পুলিশকে অবগত করে এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে। পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে এবং দুষ্কৃতিকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।