বন্দরে নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ বন্দরে ডকইয়ার্ডের শ্রমিক অমৃত ও সঞ্জিত কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীবৃন্দ ও জনতা।

২০ ফেব্রুয়ারী বৃস্পতিবার দুপুরে বন্দর উপজেলার কদমরসূল সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করেন সাধারণ শিক্ষার্থীর ও জনতা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে বন্দর বাজারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মাদ (সা:) এর বিরুদ্ধে কটূক্তি মুসলমান এর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। গতকাল বন্দর থেকে দুইজনে গ্রেফতার করেছে। আমাদের মনে হয় তাদের কোর্টেও তুলবে জামিনও দিতে পারে। কারণ তাদের পক্ষে বাংলাদেশের কিছু লেখক এক জায়গায় জড়ো হয়ে গেছে। এদের নাম আছে আমরা শীঘ্রই তাদের নাম প্রকাশ করবো। আমরা তাদের হুশিঁয়ারি করে দিতে চাই যদি মহানবীকে নিয়ে কটুক্তি করেন তাহলে এদেশের ৯০% মুসলমানদের বিরুদ্ধে গিয়ে থাকতে পারবে না।

তারা আরও বলেন, আমরা হিন্দুত্ববাদীর বিরুদ্ধে নয়, আমরা হিন্দুদের পক্ষে কারণ কবি নজরুলের সেই কবিতায় বিশ্বাসী। ৫ আগস্টের পর আমরা হিন্দু ভাইদের বাড়িঘর পাহাড়া দিয়েছি। যারা আমাদের বিশ্বনবীকে অপমান করে, গালি দেয় আমরা তাদের বিচার চাই। আজকে তাদের আদালতে তোলা হয়েছে তারা যদি জামিন পায় তাহলে নারাযণগঞ্জে কোট চত্ত্বর বন্ধ করে দেওয়া হবে।

এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত হোসনে অন্তু, শিক্ষার্থী মোহাম্মদ স্বাধীন, সাজিদুর রহমান আলো, রোহান ইব্রাহিম, আবির চৌধুরী, আতিকুর রহমান মৃদুল, সজিব, সামি, মিদুল, ফাহিম, ফারদিন, আরাফাত ও ইসরাফিল সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বন্দরের সোনাকান্দা নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এ দুই শ্রমিককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন গিয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে অবরুদ্ধ দুই শ্রমিককে পুলিশ হেফাজতে নেন।