সান নারায়ণগঞ্জ
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জসহ সারাদেশে দ্রব্যমূল্যের উচ্চ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া- মেট্রোহল সংলগ্ন প্রধান সড়কের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন জেলার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সদস্য ফাহমিদা আজাদ, কাউছার আক্তার পান্না ও নীলা আহমেদ নিশি, পরিচালনা করেন আন্দোলন সম্পাদক সাহানারা বেগম।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী ও প্রীতি কনা দাস, সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ ও কমলা দে, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সদস্য রাশিদা বেগম, শহর কমিটির পক্ষে দীপা রায়, শাহনাজ বেগম লিপি, নুপুরসহ আরো অনেকে।
বক্তারা বলেন, বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। তেল, চাল, ডাল, আটা, পিঁয়াজ , মাছ-মাংস, দুধ, চিনিসহ প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বগতি দ্বিগুণ- তিনগুণ হয়েছে। এর কারণে বাসা ভাড়াও বৃদ্ধি পাচ্ছে। জনজীবন চরম দুর্ভোগের শিকার। ঔষুধপত্রেরও দাম বৃদ্ধি পেয়েছে। একই সাথে বিদ্যুৎ, গ্যাস, পানির মূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আরো বেশি অসহায় হয়ে পড়েছে। অনেককে কর্মহীন হয়ে পড়েছে। অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি ও কলহ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নারীরা বেশি নির্যাতিত হচ্ছে। গণমাধ্যমে এসব বিষয় নিয়মিত প্রচার হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ নেয়া হয়নি। আগের মতোই সিন্ডিকেট ব্যবস্থা চালু আছে। তাই সরকারের কাছে জোর দাবি আইন প্রয়োগ করে দ্রুত বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। তেল, চাল, ডাল, আটা, পিঁয়াজ, দুধ, ডিম, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সহনীয় মাত্রায় আনতে হবে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য কমাতে হবে।
এ কর্মসূচিতে জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।