দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:
পবিত্র কোরআন তেলোয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কানযুল উলূম আইডিয়াল মাদ্রাসার নার্সারী ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের আমপাড়া ও কোরআন শরীফ ছবক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ডিসেম্বর সকালে বন্দর আমিন আবাসিক এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ ছবক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করে মাদ্রাসার শিক্ষার্থী, শিশু কিশোর শিল্পীগোষ্ঠী এবং নবডাক শিল্পীগোষ্ঠী।
কানযুল উলূম আইডিয়াল মাদ্রাসার অভিভাবক সদস্য আব্দুল কাইয়ূম দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ সেলিম রেজা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বন্দরের আল-আমিন জামে মসজিদের ক্যাশিয়ার মো.আমজাদ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা জাফর আল-হোসাইনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক সমস্য মো.ইউনুস। এতে অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি হাদিউজ্জামান।