সান নারায়ণগঞ্জ
অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল। ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া শহীদ মিনার বেদীতে মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল মোল্লার নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল মোল্লা বলেন, এই দিনে মাতৃভাষা রক্ষার্তে সালাম, জব্বার, রফিক, বরকতসহ অনেকে রাজপথে তাদের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্র ভাষা প্রতিষ্ঠা করবার জন্য আত্মত্যাগ করেছিলেন। তারই ফলশ্রুতিতে পাকিস্তান বাংলাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, ২১ শে ফেব্রুয়ারী বাংলাদেশীদের জন্য একটি চেতনা, প্রেরণা এবং গভীর শ্রদ্ধার দিন। এই দিনে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের আমরা জানাই গভীর শ্রদ্ধা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর থানা কৃষকদলের সভাপতি রানা মুজিব, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ সভাপতি গোলজার, তপু, লিটন, ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব কাজী, সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, কৃষি সম্পাদক সেবুজ, ধর্ম সম্পাদক আবজাল, ক্ষুদ্র ও কুটিরশিল্প সম্পাদক সাব্বির, সাইদ মির, রাতুল প্রমুখ।