নারায়ণগঞ্জে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সান নারায়ণগঞ্জ

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” নারায়ণগঞ্জ জেলার শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো: শাহাদাত হোসেন, সিনিয়র সাংবাদিক রনজিত মন্ডল, যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরামের আহবায়ক বাপ্পি সাহা, সদস্য সচিব মাসুদ রানা লাল, যুগ্ম আহবায়ক মানিক চক্রবর্তী, সালমা ডলি, ফেরদৌস উম্মে সালমা বীথি, গিয়াসউদ্দিন খন্দকার, যুগ্ম সদস্য সচিব মাসুদ রানা, সদস্য রিয়া খান, পারভিন আক্তার, মরিয়ম কবিতা, মৌসুমী হাসান মৌ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।