সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে আইনজীবীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়া শহীদ মিনার বেদীতে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও আইনজীবী সমিতির সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।