সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্র-ছাত্রী সংসদ ও শিক্ষকমণ্ডলী। আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ভুঁইয়ার নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়া শহীদ মিনার বেদীতে আইন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, মহানগর বিএনপির সদস্য ডা: মজিবুর রহমান, আইন কলেজের উপাধক্ষ্য ও প্রভাষক অ্যাডভোকেট সালাউদ্দীন ভুঁইয়া সবুজ, প্রভাষক অ্যাডভোকেট আবু রায়হান সহ অন্যান্য শিক্ষার্থীরা।