রাসেল ও মশুর নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বন্দর থানা স্বেচ্ছাসেবক দল। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাকে নিয়ে বন্দর থানা কমিটির নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়া শহীদ মিনার বেদীতে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রাসেল ও সদস্য সচিব মোশারফ হোসেন মশুর নেতৃত্বে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।