ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী আকতার হোসেন। যিনি নিজেও সম্প্রতি স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলার আসামী হয়েছেন। একইভাবে রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশের আইজিপি বরাবর অভিযোগ করেছেন ব্যবসায়ী আক্তার হোসেন।
গত ১৭ ফেব্রুয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগটি দায়ের করেন ফতুল্লা থানাধীন কুতুবআইল এলাকায় অবস্থিত হোসাইন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন। রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত চেয়ে এই অভিযোগ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
লিখিত অভিযোগে- আকতার হোসেন দাবি করেন তার কাছ থেকে রিযাদ চৌধূরী টাকা দাবি করেছেন। এ ছাড়াও দাবি করেন স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যাকাণ্ডে তাদের ফাঁসানো হয়েছে। এ ছাড়াও নানা অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত দাবি করেন আকতার হোসেন।
এখানে উল্লেখ্যযে, গত ৭ ফেব্রুয়ারী ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করে দূবৃত্তরা। ওই ঘটনায় আকতার হোসেন ও তার ভাই সুমনকে সহ ১৩ জনকে আসামী করে নিহতের পরিবার মামলা দায়ের করেন। এই মামলায় আকতার হোসেন ও সুমন জড়িত নন বলে দাবি করেন অভিযোগে।
গত ১১ সেপ্টেম্বর আকতার হোসেনের কারখানায় বর্বর হামলা করা হয় জানিয়ে হামলায় কারখানায় থাকা প্রায় ১৫ কোটি টাকার জিনিসপত্র ক্ষতি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিসি, এসপি ও বিকেএমইএর সভাপতিকে জানান বলেও দাবি করেন অভিযোগকারী আকতার।
অন্যদিকে জানাগেছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতের ঘটনায় অভিযোগকারী আকতার ও সুমনও আসামী। স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা মামলায় বেশকজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামীরা আদালতে স্বীকারোক্তিমুলক জবাববন্ধি দিয়েছে।