ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা জুড়ে অপারেশন ডেভিল হান্ট অভিযান ও পুলিশি পৃথক অভিযানে ৪২জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ডেভিল হান্ট অভিযানে ১০জনকে গ্রেপ্তার করা হয়।
২২ ফেব্রুয়ারী শনিবার দিবাগত রাতে জেলা জুড়ে বিভিন্ন থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত ৪২জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে হামলা ও হত্যার মামলা রয়েছে। এছাড়া অনেকের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে।
গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ১০ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামীসহ ৪২ জনকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে এই তথ্য জানান।
অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো- ফতুল্লা আওয়ামী লীগ নেতা রাসেল শেখ, সিদ্ধিরগঞ্জ ৫নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি রাকিবুল ইসলাম, আড়াইহাজার আওয়ামীলীগ নেতা মো. জুয়েল রানা, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী মো. শুভ, রূপগঞ্জ আওয়ামী লীগের কর্মী মোক্তার হোসেন ভূঁইয়া, গোপাল অধিকারী, কাঞ্চণ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহসিন মোহাম্মদ মোহন, সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগ সদস্য গাজী আশরাফুল ইসলাম ওরফে আশফুল ইসলাম ওরফে আশরাফ, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আসাদুজ্জামান ওরফে বিপ্লব ও সিদ্ধিরগঞ্জর আওয়ামী লীগ কর্মী মো. ইমাম কাজী।