মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, সন্ত্রাসী কারো বন্ধু নয়, দেশ ও দশের শত্রু: ওবায়েদ উল্লাহ

সান নারায়ণগঞ্জ

‘আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আজ এখানে সমবেত হয়েছি মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে। কারন আজ এই মরণব্যধি মাদক আমাদের সমাজের অহংকার যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। আমরা কোনভাবেই এই মাদক সেবন বন্ধ করতে পারছি না। সন্ধ্যা হলেই আমাদের এলাকায় কিছু বহিরাগত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রমরমা মাদকের হাট মেলায়। এদের বিরুদ্ধে সমাজের সকলে দল ও মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে সভাপতির বক্তব্যে মন্তব্য করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও সাবেক কাউন্সিলর ওবায়েদ উল্লাহ।

২১ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের নগরীর ১নং বাবুরাইল মাঠে সন্ত্রাস, মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়েদ উল্লাহ বক্তব্যে আরও বলেন, আমাদের এলাকায় বহু রাজনৈতিক ব্যক্তিবর্গরা বসবাস করেন। আপনাদের লজ্জা হওয়া উচিৎ। আপনারা জাগ্রত হউন, আর ঘুমিয়ে থাকবেন না। মাদক, সন্ত্রাস ও ছিনতাইকারীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নির্ধারন করি। অনেকের ছত্রছায়ায় এই মাদক ব্যবসায়ীরা রয়েছে। একটি কথা মনে রাখতে হবে মাদক ব্যবসায়ীরা কারও বন্ধু নয়, এরা দেশ ও দশের শত্রু। তাছাড়া মাদক ব্যবসায়ীদের পুলিশ গ্রেফতার করছে না। তাই বলে আমদের হাল ছেড়ে দিলে চলবে না। এলাকার বৃহৎস্বার্থে প্রয়োজনে লাঠি নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবিরা রাতের আঁধারে প্রায়শই ছিনতাই, ডাকাতি ও চুরির মত অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হচ্ছে। এদের প্রতিহত করতে হলে আমাদের সকলকে সচেতন নাগরিক হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এদের বিরুদ্ধে তথ্য ও সংবাদ দিয়ে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা কারী সংস্থাকে সহায়তা করতে হবে।

সদ্য সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান বক্তব্যে বলেন, বাবুরাইল মাঠ ও এর আশপাশের বিভিন্ন এলাকায় সন্ধ্যা হলেই জমে উঠে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আনাগোনা। এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। এরা রাতের বেলা কাজ থেকে বাড়ি ফেরত কর্মজীবী নারী-পুরুষদের জিম্মি করে ছিনতাই ও ডাকাতির মত জঘন্য অপরাধমূলক কাজ করছে। বর্তমানে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হলে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সমাজের সকলকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী সে যে-ই হোক কোন আপোষ করা হবে না। সচেতন নাগরিক কমিটি করে তাদের প্রতিহত করতে হবে।

আরও উপস্থিত ছিলেন, নাসিক সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, বাবুরাইল জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মোসা, বিশিষ্ট শিল্পপতি মো. মামুনুর রশীদ মামুন, হাজী মো. নূরুল হক চৌধুরী দিপু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নাসির, বিশিষ্ট ব্যবসায়ী হাজী শাহীন, হাজী সাঈদ, ১নং বাবুরাইল জামে মসজিদ কমিটির মোতোয়ালি হাজী মোসলেহ উদ্দিন, হাজী মো. মনির, বিশিষ্ট ব্যবসায়ী মো. লিখন, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো. আরিফ হোসন আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল হোসাইন বাপ্পি, হাজী মো. দর্পন, মো. ওহাব, মো. শওকত বেপারী, মো. নাদিম হোসেন, মো. সেলিম, হাজী মো. খোকন, মো. শিমুল, মো. সাজ্জাদ, মো.হাজী সোহরাব হোসেন, মো. বাপ্পি, মো. তুহিন, মো. মহিউদ্দিন, মো. জুবায়ের, ১৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. মাহাবুব রহমান।

১নং বাবুরাইল জামে মসজিদ কমিটির মোতোয়ালি সদস্য মো. সেন্টু সরদার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মো. মামুন, মো. বায়েজিদ, সাবির হোসেন তন্ময়, মো. জীরন, মো. খোকন, মো. মনির, মো. রানা, মো. মিঠুন, মো. হৃদয়, মো. শাওন, মো. আকরাম, মো. জামাল, মো. লিখন সরদার, মো. ফয়সাল, মো. কাদির, মো. মাসুম, মো. হান্নান, সাংবাদিক জুম্মান আহমেদ শুভ, সাব্বির আহমেদ শহীদ, মো. লাভলু, মো. রিয়াজ, মো. রিপন, আলী আব্দুল্লাহ ইফাদ, আকাশ আহমেদ পায়েল প্রমুখ।