সান নারায়ণগঞ্জ
বিভিন্ন দাবিসহ ৪ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আগামী ২৫ ফেব্রুয়ারীর অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা করেছে সোনারগাঁও উপজেলা, সোনারগাঁও পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।
২২ ফেব্রুয়ারী শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকার বেপারী ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমুলক সভায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের মতামত গ্রহণ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন- সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমী, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া কমিশনার, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাঁচপুর ইউনিয় বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক প্রমূখ।
এ সময় উপজেলার পৌরসভা, দশটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।