সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানার ৭১ নম্বর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী এবং ‘পরিবর্তন’ সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বিনামুল্যে ওষুধ প্রদান ও সচেনতনতা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
২১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছে প্রায় ৪০০ সামর্থ্যহীন রোগী।
চক্ষু, চর্ম ও যৌন, কুষ্ঠ, গাইনি ও মেডিসন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
‘পরিবর্তন’ সমাজ কল্যান সংস্থার সভাপতি তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিংকু বলেন, বিগত ৫ বছরের পথ পরিক্রমায় সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন সামাজিক ও মানবিক মানসম্পন্ন এবং গুনগত সেবা কার্যক্রম চালিয়ে আসছে ‘পরিবর্তন’ সমাজ কল্যাণ সংস্থা। এরই ধারাবাহিকতার প্রয়াস ছিল এবারের এই আয়োজন।
উক্ত অনুষ্ঠানের চীফ কো-অরডিনেটর ও স্কুলের প্রাক্তন ছাত্র আব্দুল কাদের আরমান জানান, সমাজের সকল স্তরের মানুষের হাতের কাছে মানসম্পন্ন সেবা দিতে পেরে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের বিষয়ে ৭১ নম্বর উত্তর মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আয়োজক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ মাসুদুল আলম জানান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজস্ব অর্থায়নে আন্তর্জাতিক ভাষা মাতৃভাষা দিবস উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। রোগীদের প্রাথমিক রোগ নির্ণয়ের পাশাপাশি প্রেসক্রিপশন অনুযায়ী সামর্থ্যহীন রোগীদের মধ্যে ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে।
ভলেন্টিয়ার অর্গানাইজার হিসাবে দায়িত্ব পালন করেন প্রাক্তন ছাত্র এবং চেঞ্জ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ জানান, মোট আটটি সেক্টরে তার ভলেন্টিয়ার টিম কার্যক্রম পরিচালনা করেছে, যাতে কোন সেবা গ্রহীতা আশাহত না হন।
ফ্রি-মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ‘পরিবর্তন’ সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক মোঃ আশরাফুল হক আশু জানান, তাদের মূল উদ্দেশ্য ছিল কিভাবে সহজ ও সুষ্ঠভাবে সমাজের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। আনুমানিক লক্ষাধিক টাকার ওষুধ সামগ্রী বিনামূল্যে বিতরন করা হয় বলে তিনি জানান।
চিকিৎসা সেবা নিতে ফতুল্লার ইসদাইর এলাকার বাসিন্দা মোহন মিয়া বলেন, টাকার অভাবে দীর্ঘ দুই তিন বছর যাবত তিনি ডাক্তার দেখাতে পারছিলেন না। তার চোখের সমস্যা, চোখ ব্যথা করে ও চোখে কম দেখেন। আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি টাকা ছাড়াই ডাক্তার দেখিয়েছেন এবং ডাক্তারদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধ পেয়েছেন।
আরেক রোগী আশফাক বলেন, ‘আমাদের মতো গরিব সামর্থ্যহীন রোগীদের জন্য এটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা।’
একই কথা জানিয়ে ফতুল্লা গাবতলী এলাকার বাসিন্দা মনোয়ারা ইসলাম জানান, ‘আমার গাইনি সমস্যা, কিন্তু ডাক্তার দেখানোর সামর্থ্য নেই, আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পের ডাক্তার দেখিয়ে ওষুধও পেয়েছি৷ প্রাথমিকভাবে আমার কি সমস্যা তা জানতে পেরেছি, প্রাথমিক সমস্যা নির্ণয় হওয়ায় ভবিষ্যতে কি চিকিৎসা নেওয়া দরকার সে বিষয়ে আমাকে দিক-নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট ডাক্তাররা।’
মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চর্ম ও যৌন এলার্জি কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ ডাক্তার রওশন উম্মে সালমা জাহান (বিসিএস স্বাস্থ্য), মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এ,এস,এম তামিম চৌধুরী, নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গাইনি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারহানা হক সুমি, নারায়নগঞ্জ মেডিভিশন আই হসপিটালের বিশেষজ্ঞ ডক্টর টিম, ফার্মাসিট গোলাম মোর্শেদ রনি, মোহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।
চেঞ্জ ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আল আমিন আলী, সভাপতি লুৎফর রহমান মুন্না, সহ-সভাপতি অ্যাডভোকে এইচ এম মাহবুবুল হক ফোরকান, কোষাধক্ষ্য নাসির উদ্দিন জুম্মান, নির্বাহী সদস্য রমজান আলী, মোঃ রনী শিকদার, সাঈদ ইসলাম দোলন প্রমুখ।