ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ৪ মার্চ মঙ্গলবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় প্রায় তিনশত মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন ও যুগ্ম আহ্বায়ক এসকে শাহিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। আয়োজকরা জানান, রমজান মাসে রোজাদার মানুষের মুখে হাসি ফোটাতে এ আয়োজন করা হয়েছে, যাতে তারা শান্তিতে ইফতার করতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সহসভাপতি কবির হোসেন, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান এহেসানী, আল আমিন, জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানিয়েছেন, এই ইফতার বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে, যাতে আরও বেশি অসহায় মানুষ উপকৃত হতে পারেন।