হতে যাচ্ছে সোনারগাঁয়ের ৩ গ্রামবাসীর ৫০ বছরের স্বপ্ন পূরণ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম কান্দারগাঁয়ের রাস্তাটি ছিলো সাধারণ মানুষের ৫০ বছরের স্বপ্ন। স্বাধীনতার পর থেকে ওই এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া ছিল না। তবে, অনেক দেরিতে হলেও রাস্তাটির কাজ শুরু হয়েছে।

রাস্তাটির কাজের তদারকি ও পরিদর্শন করতে ৭ মার্চ শুক্রবার সকালে ওই এলাকায় ছুটে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুম রানা, আব্দুর রহমান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দিন, বিএনপি নেতা মো: শাহজালাল মিয়া, রাজু আহমেদ জামান, ও কাউসার সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।