সান নারায়ণগঞ্জ
কারাগারে আছেন নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর। সেই গাজীর হাতে ফুল দিয়ে এবং শেখ মুজিবুর রহমানের নামে শ্লোগান দিয়ে আওয়ামীলীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছিলেন ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। সেই টিটুকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপি।
এরপরেও রূপগঞ্জ উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে আলমগীর হেসেন টিটুকে সহ-সভাপতি করা হয়। কিন্তু তারপরেও আওয়ামীলীগের রাজনীতি ছাড়তে পারেননি তিনি। নৌকার পক্ষে কাজ করার কারনে ২০২৪ সালের ৫ জানুয়ারী আলমগীর হোসেন টিটুকে বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সেই টিটু গত ৫ আগস্টের পর বিএনপির রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতাকে ম্যানেজ করে।
জানাগেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার বিকেলে উপজেলার আতলাপুর বাজার এলাকার গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
অনুষ্ঠানে ভোলাব ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার হোসেন লিটনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রেজাউল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, শিক্ষা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ প্রমুখ।
এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ সারাদেশের মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।