সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের পরে হুমকি দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।
৯ মার্চ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ নগরীর মীর জুমলা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করে দিগু বাবুর বাজারের দোকান মালিক ও ব্যবসায়ীরা।
বিক্ষোভকারীরা জানান, গত শনিবার বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিল করে বাজারের ব্যবসায়ীরা। এর জের ধরে দিগুবাবুর বাজার কমিটির সভাপতিকে মিথ্যা মামলা দেওয়ার হুমকি সহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রবিবার দুপুর ২টা থেকে বাজারের মীর জুমলা সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করে ব্যবসায়ীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ ছিল।
সড়ক অবরোধ করে ক্ষুব্ধ ব্যবসায়ীরা স্লোগান দেন, ‘টিপুর চাঁদাবাজি চলবে না, চলবে না। টিপুর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। বিএনপির নামে চাঁদাবাজি চলবে না, চলবে না। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও।’
এ বিষয়ে দিগু বাবুর বাজারের ব্যবসায়ী মো. বিল্লাল বলেন, বিএনপির নাম ভাঙিয়ে বিএনপি নেতা টিপু সহ তার লোকজন কিছুদিন ধরে নিরীহ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। এই চাঁদার জন্য তারা ব্যবসায়ীদের হয়রানি করে আসছে। গতকাল (শনিবার) তারা কিছু ব্যবসায়ীদের গায়ে হাত তুলেছে। এ নিয়ে প্রতিবাদ করায় গতকাল রাতে আমার বাবাকে (দিগু বাবুর বাজার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রুহুল আমিন) হুমকি দেওয়া হয়েছে। বিএনপি নেতা টিপু আমার বাবার নামে ৫৩টি মামলা করবে বলে হুমকি দিয়েছে। এ ঘটনায় টিপু সহ তার চক্রের লোকজনদের সুষ্ঠু বিচার দাবি করছি।
ব্যবসায়ী মনোয়ার খান রাজিব বলেন, এই বাজারে বেশ কিছুদিন ধরে নিরীহ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেনা। বিএনপির নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাসী এবং চাঁদাবাজ ব্যবসায়ীদের ভয়ভীত প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিচ্ছে। গতরাতে আমাদের বাজার সমিতির সভাপতি রুহুল আমিন কাকাকে ওই সন্ত্রাসীরা ফোন করে হুমকি সহ মামলা দেওয়ার ভয় দেখিয়েছে। এই চাঁদাবাজের কারণে আমাদের ব্যবসা করতে নানা সমস্যা হচ্ছে। তাদের বিচার দাবি করছি।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো। কেউ চাঁদা চাইলে একটি টাকাও চাঁদা দেবেন না। প্রয়োজনে আমরা সবাই এক হয়ে তাদের প্রতিহত করবো। সে যেই দলের লোক হোক না কেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দিগু বাবুর বাজারের ব্যবসায়ী সুভাষ, জগা বাবু, হালিম, মনির, মিজান, মাসুম, সুমন, আশরাফুল, হাকিম, রাসেল, মহাসিন, সোহাগ, জাহাঙ্গীর, নূর নবী, ইমরান, মহরম, পেদা, মিলন, হরাদন, বুলু বাবু, জাহিদ, ইকবাল, ফারুক সহ প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে শহরের দিগু বাবুর বাজারের মাছ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠে বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে। সেই ঘটনায় মাছ ব্যবসায়ী ইয়াসিন, ইয়াকুব, রফিকুল সহ আরও বেশ কয়েকজনকে মারধর ও লাঞ্ছিত করা হয়। সেদিন বিএনপি নেতা টিপু ও তার লোকজন লাঠি হাতে বাজারে প্রবেশ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।