রূপগঞ্জের প্রগতি হাইস্কুলের সভাপতি অ্যাড. আজিজুর রহমান মোল্লা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত প্রগতি হাই স্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা। তিনি জেলা আইনজীবী সিনিয়র আইনজীবী এবং নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন এবং করছেন।

৯ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লাকে রূপগঞ্জ প্রগতি হাইস্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচিত ঘোষণা করেন।

এডহক কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য পদে রোকসানা আক্তার, অভিভাবক সদস্য পদে মোশারফ হোসেন মোল্লা ও সদস্য সচিব পদে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্বাচিত ঘোষণা করা হয় ওই প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়, সদস্যবৃন্দ সমন্বয়ে গঠিত প্রগতি হাই স্কুলের এডহক কমিটির পত্র ইস্যুুর তারিখ হতে ৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে এবং এ মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। এ কমিটির মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি/স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ করা হবে।