সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় শিহাব সহ ৩জন মারাত্মকভাবে আহত হয়েছেন। একইসঙ্গে তাদের কাছ থেকে নগদ টাকা ও মুল্যবান মােবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। ১৭ মার্চ সোমবার সন্ধার পর ধন্দীবাজার ব্রীজের উপরে এ ঘটনা ঘটে।
এ বিষয় ভুক্তভোগী শিহাব জানান, সোমবার সন্ধার পর আমি এবং আমার বন্ধু দিপু বাড়িতে ফেরার পথে ধন্দীবাজার ব্রীজে উপর পৌছালে পরিকল্পিতভাবে কিশোর গ্যাংয়ের সদস্য সেলিমের নেতৃত্বে আসিফ, সৌরভ, ইমরান, রায়হান, মাহিম সহ আরো ১০ থেকে ১২ জন আমাদেরকে পথরোধ করে অর্তকিতভাবে লাঠিসোঁটা, লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপরে হামলা করে ও মারধর করে। এ সময় শিহাবের সাথে থাকা ২ লাখ টাকা ও একটি একটি সিক্সটিন প্রো মেক্স আইফোন, যার মুল্য ২ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। দিপুর এর কাছে থাকা ৫ হাজার ৫০০ টাকা ও বন্ধু ইমরান এর কাছ থেকে একটি ফোন যার মুল্য ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এবং তারা বিভিন্ন ভাবে মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে আসছে। তারা এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকে।
তিনি আরো বলেন, আমরা প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করি অভিযুক্তদের আইনের আওতায় কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে শিহাব বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।