ফতুল্লায় তর্কের জেরে ছুরিকাঘাতে কিশোর খুন, আটক ১

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। ১৮ মার্চ মঙ্গলবার রাতে ফতুল্লার লামাপাড়া দরগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ পটুয়াখালী জেলার সদর থানার আউলিয়াপুর এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। পরিবারসহ ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার বাল্লক চিশতি এর ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। আটককৃত মো. আরমান ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার আক্তার শেখের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দরগাহ মসজিদের সামনে গ্রেফতারকৃত আরমানের চাচা শাহিন মিয়ার একটি ফলের দোকান রয়েছে। ঘটনার সময়, শাহিন ইফতারের পর রাত পৌনে ৮টার দিকে দোকান থেকে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান, দোকানে থাকা ব্যাটারি চুরি হয়ে গেছে। এ সময় দোকানের সামনে জিহাদসহ আরও দুই কিশোর দাঁড়িয়ে ছিল। ব্যাটারি চুরির ঘটনায় সন্দেহের ভিত্তিতে আরমান তাদের জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে আরমান ক্ষুব্ধ হয়ে বাসা থেকে সুইচ গিয়ার এনে জিহাদকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা আহত জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, এই ঘটনায় স্থানীয়রা আরমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফতুল্লা মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।