সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ বৃস্পতিবার বিকেলে উদ্ধবগঞ্জ বটতলা এলাকায় অবস্থিত সোনারগাঁ থানা প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব উপদেষ্টা দৈনিক কালের কন্ঠ পত্রিকা আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সভাপতি খাইরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য প্রিন্সিপাল ড মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসেন শওকত, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রিন্সিপাল শাহজাহান ও আমির হোসেন মেম্বার প্রমূখ।
বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য পেশ করেন। সভাপতি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাসে সকলের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর প্রেসক্লাবে এ আয়োজন করা হয়।
দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন প্রিন্সিপাল ড মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।
এ সময় সোনারগাঁ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক শাহজালাল,
সদস্য মীমরাজ হোসেন, ফয়সাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।