সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পূর্বে আলোচনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, “দেশ ও মানুষের কল্যাণে সুন্দর আড়াইহাজার গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে থাকবে না কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী।”
২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় সতগ্ৰাম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজাদ বলেন, “আমরা এই ইফতার মাহফিলের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর জন্য দোয়া করব, তিনি বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুক।”
তিনি আরও বলেন, “দোয়া করবেন প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্য, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন।”
তিনি তারেক রহমান এর জন্যও দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, “এছাড়াও, আমাদের সকলের পছন্দের নেতা, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান এর জন্য দোয়া করবেন। তিনি যেভাবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, আল্লাহ যেন তাকে সুস্থ ও দীর্ঘায়ু দান করেন।”
সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আতাউর মেম্বার এর সঞ্চালনায় আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়াসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।