আমি বিএনপির একজন কর্মী: শিল্পপতি আবু জাফর বাবুল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার বাদ আছর মহানগরীর ৪নং ডিআইটিস্থ কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসায় এ আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টুর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে আমি জুলুম নির্যাতনের শিকার হয়েছি। কারন আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি কখনই কোন পদ পদবীতে ছিলাম না বা নিজেকে কোন বড় নেতা মনে করি না, নিজেকে শুধুমাত্র একজন কর্মী মনে করি। আগষ্টের ছাত্র-জনতার অভূত্থানে শুধু তারাই ছিলোনা সাথে নারায়ণগঞ্জবাসীও ছিলো।

তিনি আরো বলেন, বর্তমানে যে পরিস্থিতি চলছে এখন সুষ্ঠু একটি নির্বাচন সময়ের দাবী। যে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। অতীতে যত অত্যাচার অবিচার হয়েছে আমরা তার কোন কিছু চাই না। আমরা চাই সুন্দর একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে। তাই আগামী নির্বাচনে দল থেকে যাকে মনোনীতি করবে আমরা প্রতিটি নেতাকর্মী তাকে সার্বিক সহযোগিতা করবো। সর্বোপরি দখলমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসী ও অন্যায় মুক্ত নারায়ণগঞ্জ আমরা গড়ে তুলতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল বলেন, ৫ আগষ্ট ছাত্র-জনতার অভূত্থানে আমাদের নেতা তারেক রহমানের অনেক অবদান রয়েছে। এ আন্দোলনে স্বৈরাচারী শাসকের পতন হবে সেটা আমরা জানতাম। স্বৈরাচারী শাসকের পতনের পরের দিন আমি বিশাল শান্তি মিছিল বের করেছিলাম। অথচ বিএনপির নেতাকর্মীরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছে, যা আমার মাঝে নেই। বিএনপির যাতে কোন বদনাম না হয় সেজন্য আমি বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। অনেকে বলছে সংস্কার করার কথা, সংস্কারতো করা যাবেনা। কারন দলীয় সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়। একটি সুষ্ঠু নির্বাচন চাই আর সেটাই হলো সংস্কার। ক্ষমতায় বসে সংস্কার করতে পারবেন না। সংস্কার করতে হলে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সর্বক্ষন ভারতকে শুধু দিয়েছে কিন্তু কিছু আনতে পারেনি। ভারত ভালো থাকলে আমরা ভালো থাকবো, এটা কোন কথা হলো! আমরা স্বাধীন একটি দেশ, ভারতের উপর কেনো নির্ভর করবো? কখনোই আমরা ভারতের কাছে মাথানত করবোনা। আমাদের যথেষ্ট জনসমর্থন রয়েছে, তাই আগামীতে দল থেকে যাকে মনোনয়ন দিবে আমরা তাকেই সমর্থন দিবো

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট আনিছুর রহমান মোল্লা, সদর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শহীদ সারোয়ার, মহানগর বিএনপি নেতা হাজী তাহের আলী, তোফাজ্জল হোসেন মৃধা, মেজবাহ উদ্দিন সম্পন, আল-মামুন, মোঃ সাফি, মোঃ হোসেন কাজল, হাজী সফি উদ্দিন সোহেল, তোফাজ্জল দেওয়ান, আনোয়ার হোসেন, রাশেদ আহম্মেদ টিটু, মহিবুল রহমান, মোঃ সেলিম, হাজী গোলাম মোস্তফা, মাহবুব হোসেন, মোশারফ হোসেন, শহীদ হাসান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।