সান নারায়ণগঞ্জ
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের সম্মানে নারায়ণগঞ্জ মহানগর জামায়েত ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর বাঙলা ভবন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূইয়া, গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইলিয়াস আহমদ, জমিয়তে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মাওলানা ফেরদাউস উর রহমান, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক নিরব রায়হান, মহানগর আহবায়ক মাহফুজ খান, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি অমিত হাসান প্রমুখ।
এসময় বক্তারা জামায়াতে ইসলামী এর প্রশংসা করে বলেন, “অতীতের ফ্যাসিস্ট সরকারের অন্যায় ও জুলুম থেকে আমরা কেউই রেহাই পাইনি, তুলনামূলকভাবে জামায়াতের উপর অত্যাচারের মাত্রা বেশি ছিলো। এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো এবং জুলাই বিপ্লব এর স্পিরিটকে নষ্ট হতে দিবোনা।’