নেতাকর্মীদের প্রতি রাজীবের সতর্ক বার্তা: নতুবা হাজার মাইল দূরে থাকার পরামর্শ

সান নারায়ণগঞ্জ

বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগদান করছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। এসব অনুষ্ঠানে আয়োজকদের অসাবধানতাবসত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে তাদের মিটিং মিছিলে অংশগ্রহণকারীরাও বিএনপির নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে সুযোগ বুঝে মঞ্চে ওঠে নেতাদের পেছনে দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছেন। নিজেদের নব্য বিএনপি সাজতে স্বৈরাচারের দোসরেরা এই হীন কাজটি করে চলেছেন, যা অনুষ্ঠানের অতিথিদের অগোচরে। এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজকদের সতর্ক করেছেন মাসুকুল ইসলাম রাজীব।

রাজীব নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, প্রিয় সহকর্মীরা আপনাদের আয়োজিত অনুষ্ঠানে আমি সরল বিশ্বাসে অংশগ্রহণ করি। আমার পক্ষে হয়তো সবাইকে চেনা সম্ভব নয়, তাই আপনাদের আশেপাশে, মঞ্চে কোন বিতর্কিত লোক থাকলো কিনা এটার খেয়াল রাখার দায়িত্ব আপনাদের। আমি লক্ষ্য করলাম আপনাদের কিছুটা হলেও অবহেলা রয়েছে, যার কারনে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। সামনে সবাই সতর্ক হবেন না হলে ১০০০ মাইল দুরে থাকবেন……।