মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

সান নারায়ণগঞ্জ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বুধবার সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা মহানগরীর চাষাড়া বিজয়স্তম্ভে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, শহিদুল ইসলাম টিটু, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আশরাফুল আলম রিপন, মোস্তাক আহমেদ, রিয়াজুল ইসলাম, বাছির উদ্দীন বাচ্চু, রহিমা শরীফ মায়া সহ বিভিন্ন থানা/উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।