খোরশেদের মাধ্যমে সুবিধাবঞ্চিত ৫শতাধিক শিশুর হাতে তারেক রহমানের ঈদ উপহার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগরীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

তিনি সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের ৪বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন। করোনাকালে তার জীবন বাজি রেখে ব্যাপক ভুমিকায় তিনি করোনা বীর হিসেবে দেশ ও বিদেশে খ্যাতি অর্জন করেন।

২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগরীর মাসদাইর এলাকায় বিএনপি নেতা খোরশেদের কার্যালয়ে এই ঈদ উপহার হিসেবে নতুন জামা বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, বিগত কয়েক বছর ধরেই মহানগরীর ১৩নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের শিশুদের মাঝে নামমাত্র মূল্যে কখনওবা বিনামূল্যে ঈদের উপহার দিয়ে আসছেন বিএনপি নেতা খোরশেদ। সেই ধারাবাহিকতায় এ বছরও দুস্থ ও গরীব শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

এদিকে ঈদে নতুন জামা পেয়ে আনন্দিত শিশুরাও। বাচ্চারা ঈদের পোশাক পাওয়ায় খুশি তাদের সাথে আসা অভিভাবকরাও।

নতুন জামা নিতে আসা ৪ বছরের শিশু ববির মা নাজমা বেগম জানান, আমরা গরীব মানুষ। ঈদের দিন একটু ভালমন্দ খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। ঈদের কেনাকাটা করবো কোথা থেকে। বাচ্চারা ঈদ আসলে নতুন কাপড়ের বায়না ধরে, দিতে পারি না। তাই এখানে ছেলেটার জন্য একটা নতুন জামা নিতে এসেছি। আমাদের তারেক রহমানকে মন থেকে ধন্যবাদ জানাই।

ঈদের নতুন জামা পেয়ে আনন্দিত ৬ বছরের শিশু মীম বলেন, ঈদের নতুন জামা দিয়েছে। ঈদের দিন এটা পড়বো।

এসময় বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খােরশেদ বলেন, বিএনপির রাজনীতি সবসময় সাধারণ মানুষের জন্য এবং অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াই। সেই বোধ থেকেই আমাদের আজকের এই আয়োজন।

তিনি আরো বলেন, আমরা চাই সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। আমরা চাই ঈদের আনন্দ থেকে কোন শিশু যেন বঞ্চিত না হয়। আমরা এসকল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চাই। যাদের সামর্থ্য নেই তারাও যেন নতুন জামা পরে ঈদ করতে পারে। তাই আমাদের এই ক্ষদ্র চেষ্টা।