সান নারায়ণগঞ্জ
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, গত ১৭টি বছর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অনেক নির্যাতিত হয়েছেন, অনেক কষ্টের মাধ্যমে আজকে আমরা এ জায়গায় এসে পৌছেছি। তাই এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সব সময় রাজপথে ছিলাম এখনো আছি, তাই আমাদের সকলে ঐকবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে এবং এই রমজান মাসে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি, তিনি যেন সুস্থ হয়ে আবার সকলের মাঝে ফিরে আসে।
নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় ও সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নজরুল ইসলাম আজাদ। ওই অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, শুভেচ্ছান্তে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।