ফতুল্লায় দেড় হাজার পরিবারে হৃদয় গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় হৃদয় গ্রুপের পক্ষ থেকে দেড় হাজার লোকের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে ঈদ সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিছ বিতরণ করা হয়।

২৮ মার্চ শুক্রবার সকালে ফতুল্লার লালখাঁয় ঈদ উপহার বিতরণ করা হয়।

এদিকে ফতুল্লার লালখাঁ এলাকায় অবস্থিত হৃদয় গ্রুপ প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও গরীবদের মাঝে ঈদ উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করেন। পরে তালিকা তৈরি করে ১৫’শ লোকের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিছ বিতরণ করা হয়।

এদিকে হৃদয় গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ও ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ তৈয়বুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার বিতরণ করা হয়। আর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ হান্নানুর রফিক রঞ্জু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয় গ্রুপের চেয়ারম্যান নার্গিস রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক মাদবর, আবুল হোসেন, আমির হোসেন, দুলাল মিয়া, আহম্মেদ হোসেন, কামাল হোসেন, হৃদয় গ্রুপের ডাইরেক্টর মোঃ লিটন হোসেন, ডাইরেক্টর তামান্না রহমান, রাফিদুর রহমান হৃদয় প্রমুখ।