সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধানের পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ২৯ মার্চ শনিবার কাশিপুর এলাকায় গিয়ে তারেক রহমানের ঈদ উপহার নিহত যুবদল নেতা শাওন প্রধানের পরিবারের হাতে তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু প্রমূখ।