যেভাবে প্রান্তিক কৃষক ও জনগোষ্ঠীর মাঝে সোনারগাঁও উপজেলা বিএনপি

সান নারায়ণগঞ্জ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পালন করে চলেছে সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নেও সেই ধারা অব্যাহত রেখেছেন বিএনপির নেতাকর্মীরা। গত ৫ আগস্টের পর তারেক রহমানের ৩১ দফা ধোরগোড়ায় পৌছে দিতে কাজ করেছে সোনারগাঁও উপজেলা বিএনপি। বর্তমানে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে প্রান্তিক কৃষক ও সাধারণ মানুষকে নিয়ে পালন করছেন ইফতার ও দোয়া মাহফিল। সেই সঙ্গে গরীব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে চলেছে সোনারগাঁও উপজেলা বিএনপি।

স্থানীয়রা জানান, চলতি রমজান মাসে বিএনপির নির্দেশনামত সাধারণ মানুষকে নিয়ে ইফতার ও দোয়া পালন করেছে বিএনপি। সেখানে প্রান্তিক কৃষকদের দাওয়াত করে আনা হচ্ছে। একই সঙ্গে একেবারে নিরেট সাধারণ মানুষদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এসব আয়োজনে বিএনপির কর্মী সমর্থকদেরও ঠাঁই দেয়া হয়েছে গুরুত্বসহকারে। দশ রোজার পর থেকে প্রতিটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করছেন বিএনপির শীর্ষ নেতারা।

প্রতিটি কর্মসূচি পালন করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। তারেক রহমানের পক্ষ থেকে বিগত সাড়ে ১৫ বছরে গণতান্ত্রিক আন্দোলনে এবং জুলাই আন্দোলনে যেসব আন্দোলনকারী নিহত ও আহত হয়েছেন সেইসব পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। ইফতার ও দোয়া মাহফিল কর্মসূচির মাঝে সমানতালে উপজেলার প্রতিটি ইউনিয়নে ও সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করছে বিএনপি।

এর আগে গত ৫ আগস্টের পর থেকে মান্নান মোশারফের নির্দেশনায় তারেক রহমানের ৩১ দফা উপজেলার দশটি ইউনিয়নে ও সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় কৃষক সমাবেশ করেছে কৃষকদল। এসব কৃষক সমাবেশে তারেক রহমানের ৩১ দফার সুফল তুলে ধরা হয়েছে। এর আগে প্রতিটি ইউনিয়নে কর্মীসভার মাধ্যমে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনগণের যাবতীয় সুফল তুলে ধরা হয়েছে জনগণের মাঝে। জনবান্ধব কর্মসূচির মাধ্যমে সোনারগাঁয়ের আমজনতার মাঝে পৌছে যাওয়ার চেষ্টা করছে সোনারগাঁও উপজেলা বিএনপি।