সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার নিহত ছাত্রদল কর্মী আলমগীর বাদশার পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৯ মার্চ শনিবার আলমগীর বাদশার পরিবারের হাতে তারেক রহমানের উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের মাধ্যমে এই ঈদ উপহার পৌছে দেন।
উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল হোসাইন, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন সহ অন্যান্যরা।
এখানে উল্লেখ্যযে, ছাত্রদল কর্মী আলমগীর বাদশাকে ২০১৬ সালে র্যাবের কথিত ক্রসফায়ারে গুলিতে নিহত হোন আলমগীর বাদশা।