বন্দরের বিএম স্কুল এন্ড কলেজের ২০০৭ ব্যাচের শিক্ষার্থীদের ইফতার পার্টি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিএম স্কুল এন্ড কলেজের ২০০৭ এর ব্যাচের শিক্ষার্থীরা ইফতার পার্টির আয়োজন করেছেন। ২৮ মার্চ শুক্রবার সন্ধ্যায় মহানগরীর চাষাঢ়া বালুর মাঠ সংলগ্ন পিজা বার্গ রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

জানা গেছে, বিএম ২০০৭ ব্যাচের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন পর্যায়ে কর্মরত রয়েছে। এই ব্যাচের শিক্ষার্থীদের নাম সুনামের সাথে বন্দর সহ পুরো জেলাজুড়ে সবার কাছে বেশ পরিচিতি পেয়েছে। প্রশাসন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাটার একাউন্টার, ব্যাংকার সহ বিভিন্ন পেশার ঊর্ধ্বতন পর্যায়ে এই ব্যাচের শিক্ষার্থীরা কর্মরত রয়েছে।

ইফতার পার্টির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাসান পিয়াল, মুবাশ্বির উদ্দিন নাঈম ও হাফিজ উদ্দিন রাহাত। এছাড়া আরও অনেকে সহযোগিতায় ছিলেন।