বিএনপি জামাত ঠিকই আছে, নারায়ণগঞ্জের গডফাদার নাই: রনি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য শেখ মশিউর রহমান রনি বলেছেন, “নারায়ণগঞ্জে সব থেকে বড় সমস্যা হচ্ছে মাদক। এই এলাকায় দীর্ঘ ১৭ বছর এক গডফাদারের মাধ্যমে নারায়ণগঞ্জ পরিচিত হতো, আজকে সেই গডফাদার নাই। তিনি (শামীম ওসমান) হুংকার দিয়ে বলতেন ‘জামায়াত, বিএনপি আয়’, কিন্তু আজ জামায়াত ও বিএনপি ঠিকই আছে, সেই গডফাদার শামীম ওসমান এখন আর নাই। তাকে যদি আমরা দূরবীন দিয়েও খুঁজি, তাকে পাওয়া যায় না।”

২৮ মার্চ শনিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ফতুল্লা থানাধীন এলাকায়
নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে এই সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “বাবারা চিন্তা করে তার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার ও সমাজের ভালো মানুষ হবে, কিন্তু গডফাদার শামীম ওসমান তার সন্তানকে সন্ত্রাসী বানিয়ে এই নারায়ণগঞ্জকে একটি মাদক ও কিশোর গ্যাং তৈরি করেছিলেন। বাবা (শামীম ওসমান) রাইফেল ক্লাবে বসে থাকতেন, আর ছেলে চাঁনমারি এসে মাদক সেবন করতো, সেটাই আমরা দেখেছি।”

এ সময় তিনি আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি আন্দোলনে সক্রিয় ছিলো।

তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে ও তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান, জেলা তাঁতীদলের সভাপতি এডভোকেট মুস্তাফিজুর রহমান শুকুর মাহমুদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।