সান নারায়ণগঞ্জ
বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের ছবি সম্বলিত পোস্টার-ব্যানার ও ফ্যাস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে ৭ এপ্রিল সোমবার আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৬ এপ্রিল রবিবার ও ৭ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার উচিৎপুরা বাজার এলাকায় ‘পারভীন আক্তারকে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি হিসেবে দেখতে চাই’ এ শ্লোগান দিয়ে একটি তোরন নির্মাণকালীন অবস্থায় মরদাসাদী এলাকার বাসিন্দা শওকত আলীর ছেলে আক্তার হোসেন, হাসেন আলীর ছেলে শাহজাহান মিয়া, গাফফার মিয়ার ছেলে হাবিবুর রহমান, হাবিবুল্লাহর ছেলে জয়নাল মিয়াসহ ১০/১৫ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তোরন নির্মাণের শ্রমিকদের উপর হামলা চালিয়ে তাদের মারধর করে মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় ওই শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে বলে ‘যদি এখানে তোরন নির্মাণ করলে তোদের হত্যা করে লাশ গুম করে ফেলা হবে’। এতে ওই এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে অভিযোগকারী এসহাক মিয়া জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পারভীন আক্তারের ছবি সম্বলিত পোষ্টার, ফেস্টুন, ব্যানার ছিড়ে ফেলে দেওয়া হয়েছে। এ সকল সন্ত্রাসীরা দিনের বেলায় চাঁদাবাজি ও রাতের বেলায় বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনার সাথে জড়িত রয়েছে। তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সন্ত্রাসীরা বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের সমর্থক বলেও জানান তিনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগের প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে আমলে নিয়েছি।