কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনের শহীদ স্মরণে সোনারগাঁয়ে প্রচারাভিযান

সান নারায়ণগঞ্জ

জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার দাবিতে ESADS, CLEAN এবং BWGED-এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা আইয়ুব প্লাজার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিটি বাঁশখালী আন্দোলনের স্মরণে আয়োজন করা হয়, যেখানে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে ছয়জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।

অংশগ্রহণকারীরা “নিরাপদ ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন জ্বালানি চাই” স্লোগান এবং নবায়নযোগ্য শক্তির বিনিয়োগ দ্রুততর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ESADS-এর চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের ফলে জ্বালানি ব্যয় বেড়েছে এবং পরিবেশের বিপর্যয় ত্বরান্বিত হয়েছে। বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন যে বাংলাদেশকে সৌর ও বায়ু শক্তির দিকে যেতে হবে, যাতে ব্যয়বহুল ও ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো যায়।

ESADS-এর মহাসচিব মীযানুর রহমান বলেন, “আমরা বাঁশখালীর ভুলগুলো আবারও ঘটতে দিতে পারি না। বাংলাদেশের জ্বালানির ভবিষ্যৎ পরিচ্ছন্ন ও টেকসই হতে হবে। ২০১৬ সালে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করতে গিয়ে কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবিতে যেসব মানুষ জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের স্মরণে আজকের কর্মসূচি ছিল এক প্রতিজ্ঞা- “উন্নয়নের নামে আর যেন সাধারণ জনগণের প্রাণ না ঝরে।”

মানববন্ধনের সমাপ্তিতে আয়োজকরা নবায়নযোগ্য শক্তির পক্ষে নীতি সংস্কারের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সময় উপস্থিত ছিলেন ESADS-এর সিনিয়র সহসভাপতি ফজলুর হক ভূঁইয়া, মোক্তার,ময়নাল, মালেক সহ প্রমুখ।