সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে মহজমপুর উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ এপ্রিল মঙ্গলবার সকালে অএ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজদ্দিন মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, বিশেষ অতিথি যুব উন্নয়ন কমকর্তা মমিনুল হক, আফাজ উদ্দিন খান ডিগ্রি কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম ভুঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা শহিদুল্লা সরকার, জামপুর ইউপি সাবেক সদস্য লুৎফর রহমান, জামপুর ইউপি সদস্য নাসির উদ্দীন।
সঞ্চালনায় ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন সহ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সামসুল আলম, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি নেতা আল মামুন, জামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দিপু ভুঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মিয়া সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের আরাে কঠোর হতে হবে যাতে করে শিক্ষার মান আরো ভালো হয় এবং শিক্ষার্থীদের হাতে যেন স্মার্ট মোবাইল ফোন না দেওয়া হয় এতে করে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ কমে যায়। এবার যেসব শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে তাদের পুরষ্কার থাকবে ও তোমরা আগামীর কর্ণধার হবে তাই জীবনে শিক্ষাকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাও এ বছর যে সকল শিক্ষার্থীরা এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করবে তাদের জন্য দোয়া ও শুভ কামনা রইলো সকলে ভালো রেজাল্ট করে অএ বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।