সোনারগাঁয়ে কাঁচপুরে আলমগীর বাদশার পরিবারকে আর্থিক অনুদান

সান নারায়ণগঞ্জ

মাদক ব্যবসার দায়ে অভিযুক্ত হয়ে র‌্যাবের হাতে ক্রসফায়ারে নিহত আলমগীর বাদশার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছে তরুণ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

১১ এপ্রিল শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় আলমগীর বাদশার বাড়িতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন

এ সময় নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি মুহাম্মদ টিএইচ তোফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন তরুণ দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বেল্লাল আহম্মেদ, রূপগঞ্জ উপজেলা তরুণ দলের সভাপতি আল আমিন, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মামুন প্রধান, শ্রমিক দল নেতা হানিফ, সোনারগাঁ উপজেলা তরুণ দলের সভাপতি আরিফ মোল্লা, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।

এ সময় বক্তারা আলমগীর বাদশার স্মৃতিচারণ বলেন, বিগত সরকারের আমলে আলমগীর বাদশাকে র‍্যাব দ্বারা ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। আলমগীর বাদশা দলের একজন ত্যাগী নেতা ছিলেন। তিনি প্রতিটি মিটিং মিছিল অংশগ্রহণ করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরে ভাবে শোকাহত ও তার আত্মার মাগফিরাত কামনা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হলো। তরুণ দলের সকল নেতৃবৃন্দ সব সময় তার পরিবারের পাশে আছি।