পিরোজপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী যুব সমাজের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সিজন -১ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ২৫ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোরহাব প্রধানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুম রানা।

এ ছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, পিরোজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহানুর রহমান সুমন, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা ফারুক, জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিরাজ হোসেন।