মে দিবস পালন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির মতবিনিময় সভা

সান নারায়ণগঞ্জ

আগামী পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে সমাবেশ সফল করার লক্ষ্যে সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ব্যাপারী ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।

এ ছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাফির উদ্দিন মজনু, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফজলু মেম্বার, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, সোনারগাঁও পৌর যুবদলের সদস্য সচিব মফিজর রহমান সোহেল, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহের আলী, রানা, সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন, আলমাছ, আমিনুল, নোবেল মীর, সোনারগাঁও উপজেলা শ্রমিক দল নেতা হাজী কিসমত, বিল্লাল মুন্সি, হান্নান, আবু সাঈদ, রাজ্জাক, সোনারগাঁও পৌর শ্রমিক আহবায়ক আবুল হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা আওলাদ, ইমরান ফারুক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।