জামপুরের গোলজার হোসেনের বিরুদ্ধে আশরাফ ভুঁইয়ার মামলা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কথিত প্রভাবশালী আওয়ামীলীগ ও জাতীয়পার্টি ঘেষা গোলজার হোসেনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ কোর্টে মামলা দায়ের করেছেন ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া।

২৭ এপ্রিল রবিবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপগঞ্জ আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন আশরাফ ভুঁইয়া। মামলায় দুই বছরের সাজা সহ বাদীর রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিকভাবে ক্ষুন্ন করে মানহানির দায়ে ৫ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগ তোলা হয়।

মামলায় গোলজার হোসেনকে একমাত্র আসামী করা হয়। আদালত শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ প্রদাণ করেন।

মামলায় অভিযোগ করা হয়- বাদী ডেনিশ মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ মাসাবো এলাকায় সুনামের সহিত ব্যবসা পরিচালনা করিয়া আসিতাছেন। কিন্তু আসামী গোলজার হোসেন বিভিন্ন ফন্দি ফিকির আটিয়া বাদীর সুনাম ক্ষুন্ন করার জন্য পায়তারা করিয়া আসিতাছেন।

তারই ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল জাতীয় বেশকটি পত্রিকায় গোলজার হোসেন বিবৃতি দেন যে, আসামীকে বাদী গুলি করে হত্যার হুমকি ও মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টা করিয়াছেন, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আসামী বাদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়া সংবাদ পরিবেশন করায় বাদীর মানহানি ঘটে।