বুড়িগঙ্গা নদী থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে ৬৫ থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ এপ্রিল সোমবার বিকেলে ফতুল্লার পাগলা এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, খবর পেয়ে নদী থেকে ৬৫ থেকে ৭০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে ওই নারী মানুষিক ভারসাম্যহীন। গত রোববার রাতে তাকে পাগলা বাজার এলাকায় ঘুরতে দেখেছে। মরদেহে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে গিয়ে হয়তো ডুবে গিয়েছে।

তিনি আরও বলেন, তার নাম পরিচয় পাওয়া যায়নি। এজন্য প্রযুক্তির মাধ্যমে নাম পরিচয় জানতে পিবিআই এর কাছে লাশটি হস্থান্তর করা হয়েছে। পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে লাশটি বুঝিয়ে দেয়া হবে।