দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল মসলা জাতীয় ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের আওতায় কৃষকদের মাঝে মৌ বাক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে থানার বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে এ বিতরনী সম্পন্ন হয়।
এ সময় প্রাথমিকভাবে ২৮টি মৌ চাষের বাক্স, সরিষার মাঠ ও বিভিন্ন ব্লকে আদর্শ বোরো বীজতলা সরেজমিনে পরিদর্শন শেষে বন্দর উপজেলা কৃষি কর্মকর্তাদের হাতে মৌ বাক্স তুলে দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌ বক্স বিতরণী উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী হাবিবুর রহমান।
বন্দর উপজেলা কৃষি অফিসার ড. মোস্তফা এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ফারহানা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার আবু সাঈদ তারেক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ জয়নাল আবেদিন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকতা হেদায়েতুল ইসলাম প্রমূখ।