সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালে সদস্য নিযুক্ত হওয়ায় অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জের আইনজীবীরা। ২০মে সোমবার দুপুরে নারায়ণগঞ্জে আনিসুর রহমান দিপুর চেম্বারে আইনজীবীরা ফুল নিয়ে গিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় আনিসুর রহমান দিপু আইনজীবীদের ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, সিনিয়র অ্যাডভোকেট সালাউদ্দীন আহমেদ, অ্যাডভোকেট জসিমউদ্দীন, অ্যাডভোকেট এমদাদ হোসেন সোহেল, নারায়ণগঞ্জ আদালতের এপিপি অ্যাডভোকেট মিজানুর রহমান, এপিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান মিন্টু, অ্যাডভোকেট আবুল খায়ের, অ্যাডভোকেট শরীফ হোসেন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট সৈকত সাহা, অ্যাডভোকেট ইখতিয়ার হাবিব সাগর, অ্যাডভোকেট কানিজ ফাতেমা সহ অন্যান্য আইনজীবীগণ।
জানাগেছে, বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালে সদস্য পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুুর রহমান দিপু। আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থার ট্রাইব্যুনাল-৬ এর সদস্য পদে তাকে নিয়োগ দেয়া হয়।
অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ৪ বারের সাবেক সভাপতি। একই সঙ্গে সমিতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জের আইনজীবী সমাজে ব্যাপক জনপ্রিয় এই আওয়ামীলীগ নেতা নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। নারায়ণগঞ্জ জেলার কোন আইনজীবী এই প্রথম বার কাউন্সিল ট্রাইব্যুনালে সদস্য পদে নিযুক্ত হলেন।
গত ১৫ মে বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। তিন সদস্য বিশিষ্ট বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল-৬ এ চেয়ারম্যান হিসেবে মোকলেসুর রহমান এবং সদস্য হিসেবে অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু এবং এএফ রুহুল এনাম চৌধুরী মিন্টুকে নিযুক্ত করা হয়।