নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা বিএনপির শোডাউন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত এবং পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করতে গিয়ে রীতিমত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির ও সেক্রেটারি অধ্যাপক মামুন মাহামুদ নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিলেন।

জানাগেছে, ২১ মে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিটি গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা এই স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে বিএনপির শত শত নেতাকর্মীরা অবস্থান নেন। পরে সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানের সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা বলেন, সারা দেশে সরকারি দলের নেতা-কর্মীরা সারা দেশে সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয়ের ব্যবসা নিয়ন্ত্রণ করে নিজেদের ইচ্ছামত দামে কৃষককে ধান বিক্রি করতে বাধ্য করছে। কৃষকরা ন্যায্যমূল্য না পেয়ে রাগে দুঃখে নিজেদের ফলানো ফসল নিজেরা জালিয়ে দিচ্ছে। ফসল চাষের পুজি ফেরত না আসায় অনেক কৃষক অনাহারে দিন কাটাচ্ছে। তারা অবিলম্বে সকল সিন্ডিকেট ভেংগে দিয়ে কৃষক যেন সরাসরি ন্যায্য দামে ধান বিক্রয় করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জোরালো দাবী জানান। সেই সাথে সাথে পাটকল শ্রমিকদের ন্যায্য পাওনা মজুরি কমিশন ঘোষিত বকেয়া বেতন ঈদের পুর্বেই প্রদান করার দাবী জানান।

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ সহ আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আবু জাফর, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, মনিরুল ইসলাম রবি, নজরুল ইসলাম টিটু, খন্দকার হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আকবর, মাহফুজুর রহমান হুমায়ুন, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, প্রকাশনা সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, যুব বিষয়ক সম্পাদক আশরাফুল হক রিপন, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলাদলের আহ্বায়ক নুরুন্নাহার বেগম, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাদিম হাসান মিঠু, ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, ক্ষুদ্র ঋণ ও সমবায় সম্পাদক মোমেন খান, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক শরিফ মোল্লা, মৎস্য বিষয়ক সম্পাদক আলী আহম্মদ লালা, সহ-দপ্তর সম্পাদক বোরহান উদ্দীন ব্যাপারী, সহ-যুব বিষয়ক সম্পাদক একরামুল কবির মামুন, সহ-যুব বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আফজাল হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহিদ হোসেন ঈমন, নির্বাহী সদস্য শামছুদ্দিন শেখ, গাজী মনির, অখিল ভূঁইয়া, রফিক দেওয়ান, মোঃ আলী আজগর, অ্যাডভোকেট হেলাল উদ্দীন সরকার, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মোজ্জামেল হক শিপলু মল্লিক, জেলা জাসাসের সেক্রেটারি জাকির হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়র প্রধান, মহিলা দলের নেত্রী সাজেদা খাতুন মিতা, সোনারগাঁও মহিলা দলের সভাপতি সালমা আক্তার, সাধারণ সম্পাদক রুমা আক্তার, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার কাজল সহ বিএনপির কয়েকশত নেতাকর্মী।