সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মাত্র ১৯ জন বিএনপির নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মানববন্ধন। ২৩ মে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সামনে ১৯ জন নেতাকর্মীর অনুষ্ঠিত ওই মানববন্ধন চলাকালীন সময়ে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এটা বাসদ নাকি বিএনপির মানববন্ধন? তবে ওই মানববন্ধনে ছিলেন না নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম। অনুপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও তার অনুগামী নেতাকর্মীরা।
জানাগেছে, মধ্যস্থতাকারী সুবিধাভোগীদের কাছে থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে ন্যায্যমূল্যে নিশ্চিত করা এবং পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো সরকারকে মেনে নেওয়ার দাবিতে নারায়গঞ্জ মহানগর বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ২৩ মে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক মনিরুল ইসলাম সজল, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদ সারোয়ার ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আশা সহ সর্বসাকুল্যে ১৯ জন!
এদিকে বৃহস্পতিবার ওই কর্মসূচিতে ১৯ জনের অংশগ্রহণের দায় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উপর চাপানোর চেষ্টা করছেন সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু। তিনি মিডিয়াতে দাবি করেছেন- সাখাওয়াত হোসেন খানকে মোবাইলে উপস্থিত হওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নেতাকর্মীদের আসতে বাধা দিয়েছেন। সেন্টুর সেই দাবির প্রেক্ষিতে প্রতিয়মান হয় সাখাওয়াত হোসেন খান ছাড়া মহানগর বিএনপির নেতাকর্মী এখন ১৯ জন।