ফতুল্লায় দুই ভূয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডিবি পুলিশ পরিচয় দেয়া দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়। ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানী সদস্যদের প্রাইভেটকার জব্দ করা হয়। গত ২৪ মে শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার ভূইগড় কাজীবাড়ি স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছন।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ মে ভূইগড় রূপায়ন টাউনের সামনে লিংক রোডে অবস্থান করলে দেখতে পায় একটি প্রাইভেটকার। তার ভেতরে তিনজন ব্যক্তি আছে। এরপর তারা ঐ প্রাইভেটকার চালককে থামাতে বললে তারা তাদের প্রাইভেটকার না থামিয়ে ভূইগড় কাজী বাড়ি এলাকায় দ্রুত চালিয়ে যায়। এ সময় থানা পুলিশ তাদের পিছু নেয়। এক পর্যায়ে কাজীবাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত গেলে ঐ প্রাইভেটকার হতে ৩জন দৌড় দিয়ে পালাতে চেষ্টাকালে দুই জনকে গ্রেপ্তার করা হয়।

আরেক প্রতারক কৌশলে পালিয়ে যায়। এরপর প্রাইভেটকারে তাদের জ্যাকেট পরিহিত অবস্থায় পাওয়া যায় তাতে লেখা নারায়ণগঞ্জ ডিবি। এরা দীর্ঘদিন এই কটি বা জ্যাকেট পরে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নানা জায়গায় অপরাধ করে থাকে। প্রাইভেটকার এর (রেজি: ঢাকা মেট্রো-গ-২১-৩৪৮৮)।

গ্রেপ্তারকৃত ডিবি পুলিশ পরিচয়দানকারী প্রতারক সদস্য ভূয়া আসলাম আলী এবং সাইফুল ইসলাম টুটুল। এরা ঢাকা নারায়ণগঞ্জসহ শহরের আশপাশ এলাকায় এভাবে প্রতারণা করে মানুষকে নানাভাবে হয়রানি করার কথা স্বীকার করেছে।