সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর শেখ নাজমুল আলম সজলকে ফাঁসাতে একের পর এক ষড়যন্ত্রের অংশ হিসেবে অপকৌশল অবলম্বন করছে একটি চক্র। জনপ্রিয় এই কাউন্সিলরকে বিতর্কিত করতে নানা ধরণের অপকৌশল নিয়েছে ষড়যন্ত্রকারীরা। এবার নাজমুল আলম সজলকে বিতর্কিত করতে তার নাম ভাঙ্গিয়ে মোবাইল ফোনে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে ওই চক্রটি। এ বিষয়টি জানতে পেরে দ্রুত থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন নাজমুল আলম সজল। একটি শিশুর ঘটনায় তাকে হয়রানির চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে তখন তাকে বিতর্কিত করতে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে চক্রটি।
জানাগেছে, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক পদেও রয়েছেন জনপ্রিয় এই কাউন্সিলর। শেখ নাজমুল আলম সজলের পরিচয় দিয়ে ০১৮৮২৯০০৬৮৩ মোবাইল নম্বর থেকে জাকারিয়া ওয়াহিদ নামে এক ব্যবসায়ীর ০১৭১১৫৩৬৫০৪ মোবাইলে ফোন দিয়ে ইফতার মাহফিলের জন্য মোটা অংকের চাঁদা দাবী করা হয়। এ সময় ব্যবসায়ী জাকারিয়া ওয়াহিদকে ইফতার মাহফিলের দাওয়াত দিয়ে উক্ত ইফতার মাহফিলে এমপি সাহেব এবং নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিল্পপতি ব্যবসায়ীগণ উপস্থিত থাকবেন বলে ইফতার মাহফিলের জন্য মোটা অংকের টাকা ডোনেশন করতে বলা হয়। এ সময় জাকারিয়া ওয়াহিদ প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কাউন্সিলর নাজমুল আলম সজলকে পুরো বিষয়টি অবগত করেন।
বিষয়টি অবগত হওয়ার পর কাউন্সিলর নাজমুল আলম সজলের পক্ষে তার ছোট ভাই মোঃ মাহবুব আলম চঞ্চল নারায়ণগঞ্জ সদর থানায় হাজির হয়ে প্রতারণার বিষয়টি উল্লেখ করে ০১৮৮২৯০০৬৮৩ নম্বরের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। যারনং- ৯৪৩। তারিখ- ২৫/৫/২০১৯ইং।
এ বিষয়ে কাউন্সিলর নাজমুল আলম সজল মিডিয়াতে বলেন, জাকারিয়া ওয়াহিদ আমার ঘনিষ্ঠ বন্ধু। যখন তার মোবাইলে ফোন করে ০১৮৮২৯০০৬৮৩ নম্বর থেকে আমার নাম নিয়ে চাঁদা দাবী করা হয় তখন সে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আমাকে অবগত করে। কেউ হয়তো আমার সুনাম নষ্ট করার চক্রান্ত করছে অথবা আমাকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাই ভবিষ্যতে যেনো এ বিষয়ে কেউ হয়রানী করতে না পারে সেজন্য আমার পক্ষে আমার ছোট ভাই মাহবুব আলম চঞ্চল নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে আমি প্রশাসনের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।