রাস্তায় দাঁড়াইয়া ঘুষ খায়, দেখি চোখের সামনে: শামীম ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

এমপি শামীম ওসমান বলেছেন, রাস্তায় দাঁড়াইয়া ঘুষ খায়, দেখি চোখের সামনে, সবটা ছাড়বো না। আমাদের জায়গাকে আমরাই পরিচ্ছন্ন করবো। এজন্য কোনো রাজনীতি কিংবা আওয়ামীলীগ করার দরকার নেই শুধু দেশটাকে ভালোবাসতে হবে।

নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগের এমপি একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেছেন, আমার কাজ হচ্ছে নারয়ণগঞ্জের জন্য কাজ করা। আমার ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের পাশাপাশি আমি নারায়ণগঞ্জের জন্য কাজ করবো। এই জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া ভিক্ষা চাই।

তিনি বলেন, ঈদের পরে নারায়ণগঞ্জের সমস্ত শ্রেণির পেশার মানুষদেরকে নিয়ে বসবো। আমাদের নারায়ণগঞ্জকে আমরা কিভাবে সুন্দর করতে পারি, মাদকমুক্ত করতে পারি, সন্ত্রাসমুক্ত করতে পারি, দুর্নীতি-ঘুষমুক্ত করতে পারি তা নিয়ে বসবো আমরা।

২৭ মে সোমবার নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।

এমপি শামীম ওসমান আরও বলেন, ঈদের পর ১৬ জুন থেকেই আমরা শুরু করবো। কারণ ২০০১ সালের এ ১৬ জুন আমাদের উপর বোমা হামলা হয়েছিল। ২০ জন মারা যায় সেই হামলায়। এখনো অনেকে পঙ্গু। এক্সটেনশন লাইফে আছি আমরা। সে কারণেই ১৬ই জুন থেকে নারায়ণগঞ্জকে নিয়ে চিন্তা করবো। এজন্য আমি সবার সাহায্য চাই।

তিনি বলেন, এক সময়ে ভরসায় কোমরে হাত দিতাম। এখন আল্লাহর উপরে ভরসা করি। সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট। আমি ওই লড়াকু ওই যোদ্ধা না যে, মনে করবো আমার পিছনে লাখ লাখ লোক আছে। আমি ওই লড়াকু যোদ্ধা যে, সবাই মনে করবে আমার সামনে শামীম ওসমান আছে। আর এই লড়াইটা নারায়ণগঞ্জের মানুষের সবকিছু পাওয়ার জন্য লড়াই। এই লড়াই নারায়ণগঞ্জেও হবে এবং পার্লামেন্টেও হবে। আমরা চাই নারায়ণগঞ্জকে আরো উন্নত করতে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ রশিদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, কাউন্সিলর আরিফ হোসেন, কাউন্সিলর ইসরাফিল প্রধান, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল ও ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান প্রমূখ।